তিন ভাইয়ের ৬০ লাখ টাকা তুলে নিল এক ভাই

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চকরিয়ার খুটাখালীতে পৈতৃক সূত্রে প্রাপ্ত তিন ভাইয়ের নামীয় ভূমি নির্মাণাধীন রেললাইনের জন্য অধিগ্রহণের বিপরীতে দেয়া ক্ষতিপূরণের প্রায় ৬০ লাখ টাকা একাই তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ভাইয়ের বিরুদ্ধে। এমন অভিযোগ এনেছেন জায়গার মালিক ভুক্তভোগীরা। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে। জানা গেছে,দোহাজারি-কক্সবাজার রেললাইন নির্মাণের জন্য কঙবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়ার মৃত ছৈয়দ আহমদের তিন পুত্র যথাক্রমে বাহাদুর আলম, মনজুর আলম ও শাহ আলমের নামীয় অধিগ্রহণকৃত ভূমির বিপরীতে কোটি টাকা পরিশোধ করে জেলা ভূমি অধিগ্রহণ শাখা। কিন্তু মেঝ ভাই মনজুর আলম জায়গার কাগজপত্র জালিয়াতি করে অপর দুই ভাইয়ের অধিগ্রহণকৃত জায়গার বিপরীতে প্রায় ৬০ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই ভাইয়ের পক্ষে ক্ষতিগ্রস্ত শাহ আলম সর্বশেষ গত বৃহস্পতিবার কঙবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিকার চেয়ে।
ভুক্তভোগী শাহ আলম অভিযোগ করে বলেন, ‘আমি ও বড় ভাই বাহাদুর আলমের ভূমি অধিগ্রহণের সমুদয় টাকা মনজুর আলম একাই তুলে নেয়ার জন্য একটি ক্ষমতাপত্র সৃজন করেন। ওই ক্ষমতাপত্রে উল্লেখ করা হয় কঙবাজার জেলা এল.এন মামলা নং-০২/২০১৬ এর আওতাভুক্ত ভূমির মালিক তিনজন।
এবিষয়ে খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান দৈনিক আজাদীকে বলেন, ‘ভূমি অধিগ্রহণ বাবদ টাকা উত্তোলনের জন্য তিনশ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে তিন ভাইয়ের ছবি ও স্বাক্ষর সম্বলিত একটি ক্ষমতাপত্র হস্তাস্তরের কাগজ আমার কাছে আনার পর চেয়ারম্যান হিসেবে আমি স্বাক্ষর দিয়ে প্রত্যয়ন করেছি। চেয়ারম্যান আরো বলেন, ‘আমি সবার স্বাক্ষর দেখেই প্রত্যয়নের ঘরে স্বাক্ষর ও সীল দিয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধচাচা ফুফা কেউ নয়, শিশু সন্তানের হন্তারক মা
পরবর্তী নিবন্ধসাগরপাড়ে যুবকের গলা কাটা লাশ