তিন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানাল কাটিরহাট হাই স্কুল

| সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হাটহাজারী উপজেলার শতবর্ষীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে খেতাবপ্রাপ্ত তিন বীর মুক্তিযোদ্ধার নামে তিনটি ভবনের নামকরণ করেছে। হাটহাজারীতে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে তিনজনই কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তারা হলেন বীরপ্রতীক লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ, বীরপ্রতীক শহীদ নৌ কমান্ডো মোহাম্মদ হোসেন এবং বীরপ্রতীক ফারুক-ই-আজম। গত শুক্রবার সকালে নামকরণকৃত তিনটি ভবনের নামফলক উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট রাজনীতিক মোহাম্মদ শাহনেওয়াজ হোসেন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার জিয়াউল কুদ্দুস। অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীরপ্রতীক লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। শিক্ষক মো. অছিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. হারুন, কাটিরহাট মহিলা কলেজের উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, ধলই ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী, মো. সফিউল আজম চৌধুরী, মো. সোহরাব হোসাইন চৌধুরী, মো. হাসানুর রশিদ, শাহজাহান মাহাবুব, এস এম নোমান, পবন বিকাশ দত্ত, মো. সেলিম, মো. শামসুল আলম, তৌহিদুল আনোয়ার মেম্বার, এইচ এম আলী আবরাহা দুলাল, ব্যারিস্টার বদরুল, এম ইরফান চৌধুরী নয়ন, হেলাল মাসুদ মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্তানদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধনবজাতক মৃত্যুর প্রধান কারণ ডেলিভারি কেন্দ্রিক জটিলতা