তিন বীর মুক্তিযোদ্ধাকে উদীচীর সম্মাননা

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে তিনজন বীর গেরিলা মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালার শুরুতে তাদের এ সম্মাননা জানানো হয়।

শুক্রবার সকাল ৯টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট হল মিলনায়তনে শুরু হওয়া কর্মশালা বিকেল ৫টায় শেষ হয়। দিনব্যাপী আয়োজনে উদীচীর জেলা ও শাখার সদস্যরা অংশ নেন। উদীচীর শিল্পীদের সংগঠন সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তার সঞ্চালনায় সম্মাননাপ্রাপ্ত বীর গেরিলা যোদ্ধা বালাগাত উল্লাহ, কাজী নুরুল আবছার ও উদয়ন নাগ বক্তব্য রাখনে।

এছাড়া স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য কল্পনা লালা, উদীচী পতেঙ্গা শাখার অজিত দাশ ও বোয়ালখালী শাখার সহ সভাপতি দীপক চৌধুরী বক্তব্য রাখেন।

এরপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। তিনটি সেশনে বিভক্ত কর্মশালায় ‘সাংস্কৃতিক আন্দোলনের ফসল বাংলাদেশের স্বাধীনতা’ বিষয়ে বক্তব্য তুলে ধরেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল। সংগঠনের ইতিহাস ও বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা নিয়ে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ এবং গঠনতন্ত্র ও রীতিনীতি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহ সম্পাদক জয় সেন।

আজ শনিবার বিকেল ৩টায় নগরীর চেরাগি চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হবে। উদীচীর জেলা ও শাখা পর্যায়ের সকল সংগঠক, সমর্থক ও শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ড যুবদলের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভা আজ