এবারই প্রথম অলিম্পিকে সোনার হাসি হাসলেন ২৩ বছর বয়সী চীনা ভারোত্তোলক লুও শিফাং। তিন বিভাগে অলিম্পিক রেকর্ড গড়ে শিফাংয়ের সোনা জয়ও তাই একটি ইতিহাস। মেয়েদের ভারোত্তোলনের ৫৯ কেজি ওজন শ্রেণিতে তিন বিভাগে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন চীনের প্রতিযোগী লুও শিফাং। সাউথ প্যারিস অ্যারেনায় গত বৃহস্পতিবার স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৪১ কেজি উত্তোলন করে সোনা জিতেন শিফাং। এই প্রথম অলিম্পিকে সোনার পদক জয়ের স্বাদ পেলেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট। কানাডার ম্যাউডে ক্যারন ২৩৬ কেজি উত্তোলন করে জিতেছে রৌপ্য পদক। আর চাইনিজ–তাইপের কুও হিসিঙ–চুন ২৩৫ কেজি ওজন তুলে জিতেছেন ব্রোঞ্জ পদক। স্ন্যাচে শিফাং ১০৭ কেজি তুলে অলিম্পিক রেকর্ড গড়ার পর ক্লিন অ্যান্ড জার্কে ১৩৪ কেজি উত্তোলন করে অলিম্পিকের আরেকটি রেকর্ড গড়েন তিনি। তাতে মোট ওজন উত্তোলনেও রেকর্ড গড়া হয়ে যায় তার। তাইতো পদক জয়ের পর উচ্ছাসে ভাসছিলেন তিনি। আনন্দ প্রকাশ করতে গিয়ে এই চীনা অ্যাথলেট বলেন আমার জীবনের সেরা সাফল্য এটি। এভাবে তিন বিভাগে রেকর্ড গড়তে পারবো সেটা কখনই ভাবিনি। তবে সবকিছুর জন্য আমি সন্তুষ্ট এবং দেশের জন্য পদক জিততে পেরে গর্বিত।