তিন বিভাগেই ভালো খেলতে চান মোমিনুল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটা মাঠে গড়াচ্ছে আজ। গত চারটি সিরিজে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। তাই জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজিটি বেশ গুরুত্বের সাথে দেখছে টাইগার দলপতি মোমিনুল হক। করোনাকালে এটি দেশের বাইরে বাংলাদেশ দলের তৃতীয় সিরিজ। যদিও প্রতিপক্ষ আগের সিরিজের তুলনায় কম শক্তিশালী। কিন্তু ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। কাজেই প্রতিপক্ষকে ছোট করে দেখার কোন সুযোগ নেই বলে মনে করেন টাইগার দলপতি। আজ মাঠে নামার আগে বেশ ভাল ভাবেই নিজেদের লক্ষ্য ঠিক করে ফেলেছে টাইগার অধিনায়ক। আর তা হচ্ছে ম্যাচ জিততে হলে তিন বিভাগেই ভাল ক্রিকেট খেলতে হবে। যেহেতু অনেকদিন পর সাদা পোশাকের ক্রিকেটে খেলতে নামছে সেহেতু বেশ সতর্কতার সাথে এগুতে চান মোমিনুল। একেতো জিম্বাবুয়ের কন্ডিশন বেশ কঠিন। তাছাড়া গত কয়েক বছর ধরেই সাদা পোশাকে বাংলাদেশের পারফরম্যান্সও খুব একটা ভালো যাচ্ছেরনা। তার উপর ইনজুরির কারণে তামিম ইকবালের খেলা নিয়ে দেখা দিয়েছে শংকা।
তবে সে সব নিয়ে আপাতত ভাবতে চাননা মোমিনুল। তার ভাবনায় কেবলই ভাল খেলা এবং টেস্ট ম্যাচটি জেতা। অধিনায়ক মোমিনুল জানান, তিন বিভাগে সেরা ক্রিকেট খেলে এসব চ্যালেঞ্জ উৎরানোর লক্ষ্য তার দলের। গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশে অধিনায়ক। এক প্রশ্নের উত্তরে মোমিনুল বলেন, ‘শুধু জিম্বাবুয়ে না, বিদেশে যে কোন দলের সঙ্গেই খেলা সহজ নয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিকটাই ভাল করতে হয়। সেই সাথে টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। এদিকটায় ভাল করলে আশা করি টেস্ট ম্যাচটা জিততে পারবো। ইদানিং বাংলাদেশের ফিল্ডিংটা মোটেও ভাল হচ্ছে না। নিউজিল্যান্ড ও শ্রীলংকা সফরে একের পর এক ক্যাচ ছেড়েছে ক্রিকেটাররা। অবশ্য সে তুলনায় ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিল্ডারদের পারফরম্যান্স ছিল কিছুটা উন্নত। বিষয়টি হয়তো আত্মবিশ্বাসী করেছে মোমিনুলকে। এখন সে সব বিষয় কাজে লাগাতে চান টাইগার অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া টেস্টে।

পূর্ববর্তী নিবন্ধতামিমকে একাদশে পেতে অপেক্ষা করবে দল
পরবর্তী নিবন্ধফেসবুকের ডেটা চুরি : প্লে স্টোর থেকে বহিষ্কার নয় অ্যাপ