তিন বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে প্রায় ৩ বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর দিদারুল ইসলামের নেতৃত্বে দেবতাপুকুর ঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়। এ সময় মায়া কুমার ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়।
মহালছড়ি সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর দিদারুল ইসলাম জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো দুর্গম এলাকায় গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষ করছে। স্থানীয়দের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে এ চাষ করা হচ্ছে। এ মাদক বিক্রির টাকায় অস্ত্রসহ সাংগঠনিক বিভিন্ন ব্যয় করছে সংগঠন গুলো। গাঁজা ক্ষেত ধ্বংসের পর আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও অংশগ্রহণ করে। আটক মায়া কুমার ত্রিপুরাকে আসামী করে সদর থানায় মামলা দায়েরর কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধআসিয়ান সম্মেলন থেকে বাদ জান্তা প্রধান
পরবর্তী নিবন্ধনাফ পেরিয়ে আচারের সঙ্গে আসে আইস