তিন বন্ধু নামলেন সাগরে, স্রোতে তলিয়ে গেলেন একজন

মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

নগরের ইপিজেড থানার আকমল আলী বেড়িবাঁধ এলাকায় সাগরে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম শিহাব (২০)। তিনি কক্সবাজারের উখিয়া এলাকার শিপনের সন্তান। থাকতেন ইপিজেড মাদ্রাজি শাহ রোডের আবুল খায়ের বিল্ডিংয়ে।

স্থানীয়রা জানান, গত শনিবার বিকালে তিন বন্ধু বেড়িবাঁধ এলাকায় সাগরে গোসল করতে যান। পানিতে নামার কিছুক্ষণ পর স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন তারা। এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করেন। তলিয়ে যান শিহাব। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তারা শিহাবের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইসমাইল বলেন, দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও তলিয়ে যাওয়া শিহাবকে মৃত অবস্থায় পানির মধ্যে পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে নিখোঁজের পর পুকুরে মিলল শিশুর মরদেহ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে বিআইডব্লিউটিএর আপত্তির পরও গাছ কেটে এলজিইডির জেটি নির্মাণ