তিন বছরের সাজা এড়াতে পাঁচ বছর আত্মগোপনে!

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যা এবং গুরুতর আঘাত মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাইফুল আলম চৌধুরীকে মীরসরাই এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব, চট্টগ্রাম। ২০১৮ সালে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যা এবং গুরুতর আহত করার দায়ে আসামি সাইফুল আলম চৌধুরীর বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের হয়।

মামলা দায়েরের পর থেকে আসামি সাইফুল আলম চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আসামি সাইফুল আলম চৌধুরীর অনুপস্থিতিতে ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন।

র‌্যাব আসামিকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব৭ গোপন সূত্রে জানতে পারে যে, সাইফুল আলম চৌধুরী মীরসরাই থানাধীন মিঠাছড়া এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত ৩১ জুলাই অভিযান পরিচালনা করে সাইফুল আলম চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ পাঁচ বছর যাবত নগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজলসা মার্কেটে দোকান থেকে চুরি হওয়া ৩ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার
পরবর্তী নিবন্ধকাল জামালখানে বই বিনিময় উৎসব