তিন বছরের শিশুও ধর্ষণের শিকার!

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:০১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. রইস মিয়া (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে জেলা সদরের শালবন রসুলপুর নিজের বাসায় ডেকে এনে তিন বছরের কন্যা শিশুটিকে ধর্ষণ করে রইস মিয়া। বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির পিতা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রইস মিয়াকে গ্রেপ্তার করা হয়। রইস মিয়া স্থানীয় মৃত শাহেদ আলীর ছেলে। খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে রইস মিয়া। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরসভায় ২ কোটি টাকা ব্যয়ে ১৩টি সড়কের সংস্কার কাজ শুরু
পরবর্তী নিবন্ধআজ ছাত্রলীগ নেতা মহিম উদ্দীনের ১৯ তম মৃত্যুবার্ষিকী