তিন ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৫৯ পূর্বাহ্ণ

নগরীতে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিন ওষুধের দোকানসহ পাঁচ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে নগরীর কোর্ট বিল্ডিং ও খুলশী থানা এলাকার ওয়ারলেস এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, কোর্ট বিল্ডিং এলাকার ক্রাউন হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে নোংরা পরিবেশ ও তেলাপোকা থাকায় আট হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওয়ারলেস এলাকায় মেয়াদ ছাড়া পণ্য বিক্রি করায় হাজী রুহুল আমিন স্টোরকে ৮ হাজার টাকা, কাটা ও মেয়াদ ছাড়া ওষুধ সংরক্ষণের অপরাধে নাহার ফার্মেসিকে ১৫ হাজার, হলি ফার্মেসিকে তিন হাজার টাকা এবং আর এ কে ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও দিদার হোসেন। এছাড়া নগর পুলিশের একটি দলও উপস্থিত ছিল অভিযানে।

পূর্ববর্তী নিবন্ধসমাজে সম্প্রীতি বজায় রাখতে হবে
পরবর্তী নিবন্ধদুই বছর আগে চুরি হওয়া কার ওয়াসা থেকে উদ্ধার