তিন প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা

লাইসেন্সবিহীন পণ্য বিক্রি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৪৬ পূর্বাহ্ণ

বিএসটিআইয়ের পৃথক দুটি অভিযানে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সিলগালা করা হয়েছে এক ব্যবসা প্রতিষ্ঠানকে। গতকাল নগরীর মধ্যম হালিশহর ও পাহাড়তলীর সরাইপাড়াতে অভিযান দুটি পরিচালিত হয়। বিএসটিআই সূত্রে জানা গেছে, নগরীর মধ্যম হালিশহরের নিউ মডেল ফুড প্রতিষ্ঠানকে বিস্কুটের লাইসেন্স না থাকায় এবং পাউরুটি পণ্যের অগ্রিম তারিখ প্রদান করায় বিএসটিআই আইনে ২ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটির ২ হাজার ২শ কেজি পণ্য ধ্বংস করা হয়। এছাড়া পাহাড়তলীর সরাইপাড়াতে তাসনিম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানকে বিএসটিআই লাইসেন্সবিহীন সাদা ভিনেগার বিক্রি করায় বিএসটিআই আইনে ১ লাখ টাকা, মোড়কজাত আইনে ৫০ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ৭ সাত লাখ টাকা জরিমানা করা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় ।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত’
পরবর্তী নিবন্ধফোন রেকর্ড প্রকাশ বন্ধ করতে হবে : হাই কোর্ট