তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ বার্থডে কেক ও চকলেট, নেই মূল্য তালিকা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:২৮ পূর্বাহ্ণ

মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অপরাধে নগরীর তিনটি এলাকার তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে নতুন ব্রিজ এলাকার দোহা ফুড, খাতুনগঞ্জের একতা ট্রেডার্স ও চাক্তাইয়ের জগন্নাথ বাণিজ্যালয়। এর মধ্যে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ বার্থডে কেক ও চকলেট রাখার দায়ে দোহা ফুডকে জরিমানা করা হয়েছে। অপর দুটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে জরিমানা করা হয়।

গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার। তিনি আজাদীকে বলেন, জনস্বার্থে নগরীর তিন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ বার্থডে কেক ও চকলেট রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেছি। অভিযান চলমান থাকবে। অনিয়ম পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধগত বছরের তুলনায় দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ গুণ, মৃত্যু ৩ গুণ বেড়েছে : বিশেষজ্ঞ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা