চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা নির্বাচন আজ। এছাড়া সন্দ্বীপের ১২ ইউনিয়ন ও কক্সবাজার জেলার ১৪ ইউনিয়ন পরিষদে আজ সোমবার ভোট হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী।
বোয়ালখালী : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী পৌরসভায় মেয়র পদে ভোট হচ্ছে না। শুধুমাত্র কাউন্সিলর পদে ভোট করা হবে। এখানে আওয়ামী লীগ প্রার্থী জহুরুল ইসলাম জহুরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, ৯টি ওয়ার্ডে ২৪টি কেন্দ্রের ১৪৫টি ভোট কক্ষে নির্বাচন হবে। এসব কেন্দ্রের মধ্যে ৯টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কমিশন।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, আজ অনুষ্ঠিত হবে চকরিয়া পৌরসভার নির্বাচন। এদিকে মেয়র পদে নৌকার প্রার্থী আলমগীর চৌধুরীর পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ এনে গতকাল সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকের প্রার্থী জিয়াবুল হক।
পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে।
নির্বাচনে মেয়র পদে চারজন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জনসহ তিন পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রের ১৩৯টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট হবে।
সন্দ্বীপ : সন্দ্বীপ প্রতিনিধি জানান, সন্দ্বীপ উপজেলার ১২টি ইউনিয়নে আজ নির্বাচন হবে। চেয়ারম্যান পদে লড়বেন ২০ জন প্রার্থী। সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে ৯৬ জন, সাধারণ মেম্বার পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।
মহেশখালী : মহেশখালী প্রতিনিধি জানান, মহেশখালীর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এছাড়া মহেশখালীর তিনটি ইউনিয়নে ভোট হবে। ইউনিয়নগুলো হলো হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম।
কক্সবাজার : কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার জেলার চার উপজেলার ১৪টি ইউনিয়নে ভোট আজ। ইতোমধ্যে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন। মহেশখালী, টেকনাফ, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ২৩৪ জন।
জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন বলেন, ভোট গ্রহণের জন্য তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চকরিয়া পৌরসভার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
টেকনাফ টেকনাফ প্রতিনিধি জানান, আজ টেকনাফের চারটি ইউনিয়নে নির্বাচন হবে। ইউনিয়নগুলো হচ্ছে হোয়াইকং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং। এ উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন সংশ্লিষ্টদের তথ্যমতে, ১৫টি ভোটকেন্দ্রকে অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।












