তিন পেনাল্টি ঠেকিয়ে পর্তুগালকে শেষ আটে নিয়ে গেলেন কস্তা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১১:৩৫ পূর্বাহ্ণ

স্লোভেনিয়ার স্বপ্ন দৌড় থামিয়ে ইউরো কাপের শেষ আটে পর্তুগাল। তবে দলকে শেষ আটে নিয়ে যাওয়ার কৃতিত্ব কেবল দলটির গোল রক্ষক দিয়েগো কস্তার। তিনি ঠেকিয়ে দিয়েছেন তিনটি পেনাল্টি। অথচ ম্যাচে পেনাল্টি মিস করেন রোনালদো। শেষ পর্যন্ত কস্তা বীরত্বে শেষ আটে পর্তুগাল। ফ্রাঙ্কফুর্টে সোমবার রাতে শেষ ষোলোয় ১২০ মিনিটের লড়াই গোলশূন্য সমতায় শেষের পর, টাইব্রেকারে ৩০ ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে বল দখলে একচেটিয়া আধিপত্য করা পর্তুগাল আক্রমণেও ছড়ি ঘোরায়। তবে তাদের বেশিরভাগ আক্রমণই ছিল ধারহীন। তবে টাইব্রেকার দলকে একটুও ভাবনায় পড়তে দেননি কস্তা। একে একে তিনি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের নেওয়া তিনটি শট। বিপরীতে নিজেদের তিন শটে জালে বল পাঠান রোনালদো, ফের্নান্দেস ও বের্নার্দো সিলভা। ম্যাচের নির্ধারিত সময়ের ১৫ মিনিটে দুবার সতীর্থের ক্রস ছয় গজ বক্সের মুখে পেলেও একবারও মাথা ছোঁয়াতে পারলেন না রোনালদো। ৩২ মিনিটে বল পায়ে দারুণভাবে এগিয়ে যাওয়া রাফায়েল লেয়াও বঙের বাইরে ফাউলের শিকার হলে একটা সুযোগ তৈরি হয় পর্তুগালের সামনে। তবে রোনালদোর ফ্রি কিকে বল রক্ষণ দেয়াল ফাঁকি দিয়ে ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। বিরতির আগের একেবারে শেষ শটে সবচেয়ে ভালো সুযোগটি পায় পর্তুগাল। কিন্তু এই দফায় ভাগ্য সহায় হয়নি। জোয়াও পালিনিয়ার শট চলে যায় বাইরে। বিরতির পরও একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগাল। কিন্তু গোলের দেখা পাচ্ছিলনা। ৫৫ ও ৬১ মিনিটে দুটি সুযোগ পেলৌ সেগুলো থেকে গোল করতে পারেনি পর্তুগাল। নির্ধারিত সময়ে গোল শূণ্য ড্র থাকে খেলা। অতিরিক্ত সময়ের ত্রয়োদশ মিনিটে বক্সে জটা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু সেখানেও ব্যর্থ রোনালদো। তার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ওবলাক। অতিরিক্ত সময়ে আর গোল করতে পারেনি কোন দল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। এরপর পেনাল্টি শুটআউটের পালা। যেখানে দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নেন গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি স্পট কিক ঠেকিয়ে দলকে তোলেন কোয়ার্টারফাইনালে।

পূর্ববর্তী নিবন্ধগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উরুগুয়ে
পরবর্তী নিবন্ধএখন আর লম্বা সময়ের পরিকল্পনা নাই সাকিবের