‘মহানগর’র পর নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন জননন্দিত অভিনেতা মোশাররফ করিম। ওয়েব সিরিজের নাম ‘ড্রাইভার’। ‘মহানগর’ বেশ আলোচনায় আসায় নতুন সিরিজে ‘ড্রাইভার’ চরিত্রটি নিয়েও বাড়ছে দর্শক প্রত্যাশা। সিরিজটির মুখ্য চরিত্রেই আছেন এই অভিনেতা। এতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি ও আরেফিন জিলানী। আর পরিচালনায় আছেন ইফতেখার চৌধুরী। নির্মাতা বললেন, সিরিজটি আসবে ওটিটি প্ল্যাটফরম বায়োস্কোপ-এ। তারা প্রচারণা শুরু করেছে। এ মাসের প্রথম সপ্তাহেই আসবে। সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট।
সেই সূত্রে জানা যায়, শুরুতে ‘ড্রাইভার’ ছিল ওয়েব ফিল্ম। তবে তা পরে সিরিজে রূপান্তর করা হয়। মোট ৩ পর্বে মুক্তি পাবে সিরিজটি।