তিন দিন পর আহত টেক্সি চালকের মৃত্যু

রাঙ্গুনিয়ার দুর্ঘটনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর আবদুল কাদের (৪০) নামে একজন সিএনজি টেক্সি চালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল বাদামতলী এলাকার মৃত আহমদ সৈয়দের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম। এদিন রাত সাড়ে ৮টায় বাদামতলী জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তারলাশ দাফন করা হয়। নিহত আবদুল কাদেরের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
গত ২৫ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় চট্টগ্রাম শহরগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি টেঙি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সড়ক ঘটনায় আবদুল কাদেরসহ মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জনে।

পূর্ববর্তী নিবন্ধএকই ভুলের পুনরাবৃত্তিতে হতাশ মাহমুদউল্লাহ
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকিং শাখা চকবাজারের কার্যক্রম শুরু