তিন দিন আগে দেশে ফেরা, এখন না ফেরার দেশে

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

রাউজানে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ সাজ্জাদ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মিরাজ (১৯)। গতকাল রোববার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাইন্যাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাজ্জাদ ওমান প্রবাসী। তিনি তিন দিন আগে দেশে ফিরেছেন। সাজ্জাদ রাউজান সদর ইউনিয়নের পশ্চিম রাউজান মাঝিপাড়া এলাকার মৃত আবদুল সালামের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক খোকন জানিয়েছেন, নিহত যুবক তিন দিন আগে ওমান থেকে দেশে ফিরেছেন। গতকাল বাইকের পিছনে মিরাজকে বসিয়ে যাচ্ছিলেন একটি কাজে। রাঙ্গামাটি হাইওয়েতে উঠার সময় একটি চালবাহী ট্রাক তাদের বাইককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে গহিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইকচালক সাজ্জাদ ও আহত আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচারদিন সাগরে ভাসছিলেন ১৭ জেলে
পরবর্তী নিবন্ধবিস্কুট ও পাউরুটি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা, জরিমানা