তিন দিনে ৫৫ মামলা ২ লাখ টাকা জরিমানা

লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১:৫৫ অপরাহ্ণ

লকডাউন শুরুর পর থেকে চকরিয়ায় প্রথম তিন দিনে ৫৫টি মামলায় ২ লাখ ৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানা, নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অভিযোগে এসব জরিমানা করা হয়। সরেজমিনে দেখা যায়, সোমবার থেকে চকরিয়ায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মাঠে নামেন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ ও এসিল্যান্ড মো. তানভীর হোসেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালাচ্ছেন তারা।
ইউএনও বলেন, করোনা সংক্রমণের প্রকোপ থেকে জনগণকে মুক্ত রাখতে আমরা তৎপর রয়েছি। অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে জোর দেয়া হচ্ছে। ইউএনও জানান, লকডাউন শুরুর প্রথমদিন ৩৫টি মামলায় ১ লাখ ৩১ হাজার, দ্বিতীয়দিন মঙ্গলবার ৬টি মামলায় ৩৩ হাজার এবং সর্বশেষ গতকাল ১৪টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাবুনগরীসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করা হবে
পরবর্তী নিবন্ধবান্দরবানে শিথিল হলো লকডাউন