নগরীর ডবলমুরিং এলাকায় গত ৫ আগস্ট মো. আলম নামের এক যুবক গুলিতে নিহতের মামলায় বন্দর–পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এম এ লতিফকে আদালতে নিয়ে আসা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের দিন নগরীর ডবলমুরিংয়ের মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে গুলিবিদ্ধ হয় মো. আলম। তিনি নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর এম এ লতিফসহ ২২৫ জনের নামে ডবলমুরিং থানায় একটি মামলা করেন মো. আলমের ভাই জামাল উদ্দিন।