রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৩ দিনের সফরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে তিনি হেলিকপ্টারে করে সাজেক পৌঁছান। বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন, তিনদিনের সফরে তিনি সাজেক এসেছেন। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি সন্ধ্যায় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ–গোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আজ সাজেকের বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখবেন এবং আগামীকাল রাষ্ট্রপতি সাজেক ত্যাগ করবেন।
সূত্র জানায়, রাষ্ট্রপতির এ সফর ঘিরে সাজেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে অবস্থান করছেন। রাষ্ট্রপতির সফরকালে সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্ট, কটেজ, হোটেল ও রেস্টুরেন্ট সবগুলো খোলা আছে। এদিকে, সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সূপর্ণ দেব বর্মণ বলেন, রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে এখানকার ১১৬টি রিসোর্টের মধ্যে ৭২টি রিসোর্ট সরকারি বিভিন্ন কর্মকর্তার জন্য বরাদ্দ দেয়া হয়েছে বাকি ৪৪টি রিসোর্টে পর্যটকরা থাকতে পারবেন বলে জানান তিনি।