তিন দিনব্যাপী বেসবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:২৮ অপরাহ্ণ

বন্দর নগরী চট্টগ্রামে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং বেসবলকে জনপ্রিয় করার জোড়া লক্ষ্য নিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী “বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প। বাংলাদেশ বেসবলসফটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে পরিচালক আদিলের নেতৃত্বে ৪০ জন নবীন নারী ও পুরুষ খেলোয়াড় অংশ নিচ্ছেন। ক্যাম্প উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। ক্যাম্পের মূল উদ্দেশ্য, আসন্ন জাতীয় প্রতিযোগিতার জন্য একটি শক্তিশালী চট্টগ্রাম জেলা দল গঠন করা। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মনোবল বাড়াতে ফেডারেশনের পক্ষ থেকে তাদের খেলার প্রয়োজনীয় সামগ্রী বেসবল ব্যাট, বল, গ্লাভস এবং খাবার সরবরাহ করা হচ্ছে। মাঠের প্রশিক্ষণের পাশাপাশি চট্টগ্রামের বেসবলের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অ্যাসোসিয়েশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। প্রতিনিধি দলে ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ এবং জাতীয় দলের খেলোয়াড়বৃন্দ।

বৈঠকে অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতীয় বেসবল প্রতিযোগিতায় চট্টগ্রামের অংশগ্রহণ, তৃণমূল পর্যায়ে বেসবল প্রজেক্টের বিস্তার এবং বিশেষ করে, আসছে ডিসেম্বরে “মেয়র কাপ বেসবল টুর্নামেন্ট আয়োজনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে বেসবলের প্রসারে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং এই খেলাকে এগিয়ে নিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই ক্যাম্পটি দেশব্যাপী বেসবলের প্রসারে চলমান ধারাবাহিক উন্নয়ন কর্মসূচিরই একটি অংশ। ফেডারেশনের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং মেয়রের ইতিবাচক সাড়া এই দুইয়ে মিলে বন্দর নগরীতে বেসবলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনেপাল থেকে ফেরা বাংলাদেশের ফুটবলারদের মনস্তাত্ত্বিক সহযোগিতা দেবে বাফুফে
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচাইতে বেশি ছক্কার মালিক লিটন দাস