তিন দিনব্যাপী ‘জেসিআই চট্টগ্রাম ইয়ুথ সামিট’ শুরু হচ্ছে কাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘জেসিআই চট্টগ্রাম ইয়ুথ সামিট’। সামিটের বিভিন্ন ইভেন্টে যোগদানের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা কীভাবে তাদের নতুন বিজনেস শুরু করবেন এবং যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হবে তা থেকে উত্তরণে বিভিন্ন পেশাদার ব্যক্তিবর্গের পরামর্শ পাবে। এতে তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা হবে। বিভিন্ন বড় প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার সুযোগ, নির্দেশনা থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইয়ুথ সামিটের নানা আয়োজন থাকবে। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আযোজিত সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ।
তিনি আরো বলেন, এন্ট্রাপ্রেনিউর ফেয়ারে দেশের বিভিন্ন তরুণ উদ্যোক্তাদের প্যাভিলিয়নসহ অনেক স্টল থাকবে। জব ফেয়ারে শীর্ষ কোম্পানির নিয়োগ কর্তা উপস্থিত থাকবেন, যেখানে গ্রাজুয়েট ক্যান্ডিডেটরা সরাসরি তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ পাবে। এছাড়াও আইডিয়া কন্টেস্ট প্রতিযোগিতায় দেশের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের নির্বাচিত দশটি দল অংশগ্রহণ করে তাদের সৃজনশীল মেধা এবং উদ্ভাবনী ধারণাশক্তি দিয়ে ব্যবসায় এবং বিপণন বিষয়ক সমস্যার সমাধান করবে। জেসিআই চট্টগ্রামের সেক্রেটারি জেনারেল মো. ইসমাইল মুন্না বলেন, জেসিআই নন প্রফিট অর্গানাইজেশন। জেসিআই চট্টগ্রাম ইয়ুথ সামিট হবে তরুণদের সবচেয়ে বড় মেলা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ বানটি, আয়াজ ইসলাম, ট্রেজারার জুনায়েদ আহমেদ রাহাত, ডিরেক্টর মঈন উদ্দিন নাহিদ, সৈয়দ আবুল হাসনাত সায়হান ও মেম্বার ফারিয়া আকবর রিয়া।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধএবারে নগরীতে ২৮৩টি মণ্ডপে হবে দুর্গাপূজা