৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার এক সমাবেশ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইসলাইল হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এস এম মোর্শেদ। দাবিগুলোর মধ্যে রয়েছে ১. অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। ২. সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। ৩. অধন্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন। বক্তব্য রাখেন এনামুল হক আখন্দ, সাইফুদ্দিন পারভেজ, শাহ আলম মজুমদার, মো. সামশুল হক, আহম্মদ কবির, মো. আবু বকর প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর বরাবরে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।