তিন দশক পর ফ্রান্স পেল নারী প্রধানমন্ত্রী

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

 

আধুনিক ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় এবং গত তিন দশকের মধ্যে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এলিজাবেথ বোর্ন, যিনি এর আগে দেশের শ্রমমন্ত্রীর দায়িত্বে ছিলেন। গার্ডিয়ান জানায়, সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেকসের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন এলিজাবেথ বোর্ন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে এলিজাবেথ বোর্ন বলেন, আমার এই নিয়োগ আমি ফ্রান্সের ছোট ছোট মেয়েদের উৎসর্গ করছি। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধ‘ষড়যন্ত্রের প্রমাণ’ আছে বলার পর ইমরান খানের ফোন চুরি
পরবর্তী নিবন্ধখাবারের দাম বাড়ায় শিশুদের অপুষ্টি ‘বিপর্যয়’ আনতে পারে: জাতিসংঘ