তিন দলের ওয়ানডে সিরিজে নেই মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১০:৫৭ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেট খেলেন না মাশরাফি। তাই শ্রীলংকা সফরের প্রস্তুতি পর্বে তিনি ছিলে ননা। কিন্তু একদিনের ক্রিকেট থেকে তো এখনো আর সরে দাঁড়াননি টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক। অধিনায়কত্ব ছাড়লেও একদিনের ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কিন্তু জাতীয় পুলের ও এইচপির ক্রিকেটারদের নিয়ে যে একটি ওয়ানডে সিরিজ হতে যাচ্ছে, সেখানে থাকছেন না মাশরাফি বিন মর্তুজা। আগামী ১১ অক্টোবর থেকে জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে তিনটি দল খেলবে।
আজ ওই তিন দলের খেলোয়াড় তালিকাও ঘোষণা করা হবে বলে জানা গেছে। জাতীয় দলের ক্রিকেটাররা এখন দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। যার শেষ ম্যাচটি হবে ৫ ও ৬ অক্টোবর। এরপর ক’দিন বিরতি দিয়ে ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দলকে নিয়ে একটি ওয়ানডে আসর। তিন দলের সবাই একে অপরের বিপক্ষে দুই বার করে খেলবে। সে কারণেই ডাবল লেগের আসরের রবিন লিগ ১১ অক্টোবর শুরু হয়ে ২১ অক্টোবর পর্যন্ত চলবে। আর ২৩ অক্টোবর ফাইনাল। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন শ্রীলংকা সফর সামনে রেখে যে ২৭ জনকে প্রাথমিক দলে রাখা হয়েছিল তাদের প্রত্যেকের দলে থাকা নিশ্চিত। সাথে আরও তিনজন যুক্ত হবেন। প্রতি দলে থাকবে ১৫ জন করে। এই তালিকায় মাশরাফির নাম নেই। এই মুহূর্তে মাশরাফি অনুশীলনে নেই। আর আমাদের সাথে কোন যোগাযোগও করেনি। যারা অনুশীলনে আছে, আমরা তাদেরকেই মূলতঃ বিবেচনায় এনেছি। শুধু এই টুর্নামেন্ট নয় আগামীতে জাতীয় ওয়ানডে দলেও মাশরাফি থাকবেন কি না সন্দেহ। মাশরাফি বিসিবির কোন পরিকল্পনায় নেই। জাতীয় দলের কোন কর্মকান্ডে তার কথা সেভাবে আলোচিত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত মুশফিক
পরবর্তী নিবন্ধসবাইকে নিয়ে কাজ করতে চান কাজী সালাউদ্দিন