নগরের দক্ষিণ কাট্টলী রাসমনি ঘাট, আকমল আলী ঘাট এবং পতেঙ্গা মুসলিমাবাদ ঘাট থেকে ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ নিলামে ৩৩ হাজার ৩০০ টাকা বিক্রি করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, ডাটা ইনুমেরেটর দোয়েল দাশ ও শীতল দাশ।
কামাল উদ্দিন আজাদীকে বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক পালিয়ে যায়। তাই পরিত্যক্ত অবস্থায় মাছগুলো জব্দ করা হয়। ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই) বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। জব্দকৃত মাছ এ সময়ে শিকার করা বলেও জানান তিনি।