তিন খানের নীরবতায় হতাশ নাসিরুদ্দিন শাহ

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে বিজেপি নেতাদের ‘অবমাননাকর’ মন্তব্যের বিরুদ্ধে বলিউড তারকা আমির খান, শাহরুখ খান এবং সালমান খানের নীরবতার সমালোচনা করেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, আমি জানি না তারা কীভাবে নিজেদের বিবেকের কাছে জবাব দেবে। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, তার মনে হয়েছে, মুখ খুললে ‘অনেক কিছু হারাতে হবে’ বলে ভয় পাচ্ছেন মহাতারকা তিন খান। খবর বিডিনিউজের।
ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন অনুষ্ঠানে নবীকে নিয়ে কটূক্তি করার পর ঘরে-বাইরে চাপের মুখে রয়েছে ভারত সরকার। একদিনে আরব দেশগুলোর তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে দেশের ভেতরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে অস্থিরতা। বিজেপির দিল্লি শাখার মুখপাত্র নবীন কুমার জিন্দালও বিতর্কিত এই বিষয়টি নিয়ে টুইটারে পোস্ট দেন, যাকে ‘উসকানিমূলক’ আখ্যায়িত করেছেন অনেকে। এ নিয়ে শোরগোলের মধ্যে নূপুরের সদস্যপদ স্থগিত এবং জিন্দালকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়। নাসিরুদ্দিন শাহ এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়টি নিয়ে এবং আমির খান, শাহরুখ খান এবং সালমান খানের রাজনৈতিক বিষয়ে নীরবতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, তাদের কথা আমি বলতে পারব না, কারণ আমি তাদের জায়গায় নেই। কিন্তু আমার মনে হয় তাদের ধারণা, বিষয়টি নিয়ে কথা বললে হয়তো অনেক কিছু হারাতে হবে তাদের। সাক্ষাৎকারে ‘দ্যা কাশ্মীর ফাইলস’ সিনেমাটিরও সমালোচনা করেন নাসিরুদ্দিন শাহ। তিনি মনে করেন, এ ধরনের ভুয়া জাতীয়তাবাদী সিনেমার মাধ্যমে ভারতবাসীকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। শাহরুখপুত্র আরিয়ানের মাদক মামলার প্রসঙ্গও সাক্ষাৎকারে আসে। আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকে সবকিছু শাহরুখ যেভাবে মুখ বন্ধ করে সামলেছেন, তার প্রশংসা করেন নাসিরুদ্দিন। পুরো ঘটনাকে তিনি বর্ণনা করেন ‘উইচ হান্ট’ হিসেবে। ‘জাতীয়তাবাদী’ বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন এমন নির্মাতা ও অভিনেতাদের নিয়েও সমালোচনা এসেছে নাসিরুদ্দিন শাহ’র কথায়।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার নাটকে একসঙ্গে তারা.
পরবর্তী নিবন্ধশুরু হলো সিসিমপুরের নতুন সিজনের শুটিং