তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

বিশেষ কায়দায় পাচার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

সিএনজি টেঙির মাধ্যমে বিশেষ কায়দায় ইয়াবা পাচারকালে আনুমানিক ২ কোটি ৯৭ লক্ষ টাকা মূল্যের ৯৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি বিশেষ টিম। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি টেক্সিযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কঙবাজার থেকে উখিয়ার দিকে যাচ্ছে সংবাদ পেয়ে ৫ জানুয়ারি বেলা দেড়টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম উখিয়া থানাধীন বালুখালী পান বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সিএনজি টেঙির গতিবিধি সন্দেহজনক মনে হলে সিএনজিটিকে থামানোর সংকেত দেয়। টেঙি চালক র‌্যাবের চেকপোস্টের সামনে গাড়ি থামিয়ে পরক্ষণে টেঙি থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মো. শাহ আলমকে (২২) আটক করে। পরবর্তীতে তার দুটি শপিং ব্যাগে থাকা ৯৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং টেঙিটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কঙবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৯৭ লক্ষ টাকা।

পূর্ববর্তী নিবন্ধটিপ ছোরা, রক্তমাখা স্যান্ডেল ও তিন ছিনতাইকারী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-দুবাই রুটে বিমান ভাড়া আগের চেয়ে দেড়গুণের বেশি