আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উঠ পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাছির, ২ নম্বর ওয়ার্ডের উঠ পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন ও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শিরিন আকতার চৌধুরী শিরুর সমর্থনে গতকাল গণসংযোগ অনুষ্ঠিত হয়।
১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে উপস্থিত ছিলেন আবুল খায়ের, বদিউল আলম, মো. নজরুল ইসলাম, আবু তৈয়ব, ফাহিম, ইয়াছিন আকরাম, সিহাব, আহমদ নবী মনু, লাভলু, নিশাদ, জনি, শওকত প্রমুখ। ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথ সভায় অংশগ্রহণ করেন খাস্তগীর পাড়া মন্দির কমিটির সভাপতি সুরেন্দ্র দাশ, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, শফিকুল ইসলাম শফি, মঞ্জুরুল আলম, জহির আহমদ, নজরুল ইসলাম ছিদ্দিকী, শিবু রাম দে, টিম্পল দে প্রমুখ।
এদিকে পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শিরিন আকতার চৌধুরী শিরুর সমর্থনে গতকাল দুপুর ১টায় ২ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন সচেতন ছাত্রসমাজ পটিয়ার নেতৃবৃন্দ। সংগঠনের পরিচালক নজরুল ইসলাম শওকত ও এম. নাজমুল হক চৌধুরীর নেতৃত্বে পল্লীমঙ্গল, জাফর ফকিরের বাড়ি, সাহিত্য বিশারদের বাড়িসহ বিভিন্ন এলাকায় শিরিন আকতার চৌধুরী শিরুর জন্য আনারস মার্কায় ভোট চান তারা। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ নয়ন, শাহরিয়ার মুনতাসীর, মুহাম্মদ রাবিক, নাইম উদ্দিন মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।