তিন ওয়ার্ডে প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের মাইকিং

করোনা সচেতনতা

| রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

করোনা সচেতনতায় প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে গত ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল নগরীর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়। সাপোর্টিং এনগেজমেন্ট অব দ্য সিভিল সোসাইটি ফর কোভিড-১৯ রেসপন্স একটিভিটিসের আওতায় এডাব’র অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের হযরত খোশাল শাহ (রহ.) জামে মসজিদ, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের শেরশাহ্‌ বাজার বায়তুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদ এবং ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের অক্সিজেন কেন্দ্রীয় মসজিদে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মধ্যে প্রচারণা চালানো হয়।
এতে উপস্থিত ছিলেন প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নেছারুল ইসলাম নাজমুল, ফোকাল পারসন মিনু মিয়া (সাগর রহমান) সহ অন্যরা। কর্মসূচির ব্যাপারে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নেছারুল ইসলাম নাজমুল বলেন, চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাস স্টেশন মালিক শ্রমিক, সুশীল সমাজ, ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিত্তশালীদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো
পরবর্তী নিবন্ধজেলা-উপজেলায় আইসোলেশন বেড বাড়ানোর দাবি