তিন এতিম শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

তিন এতিম শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন তরুণ রাজনীতিবিদ ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান। এই তিন শিক্ষার্থী চট্টগ্রাম১০ সংসদীয় আসনের আওতাধীন ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপি’র প্রয়াত নেতা মো. ইউনুসের সন্তান।

জানা গেছে, গত শুক্রবার ইউনুসের পরিবারের সদস্যদের খোঁজ নিতে তাদের বাসায় যান সাইদ আল নোমান। তখন তিনি জানতে পারেন, ইউনুসের মৃত্যুর পর আর্থিক সীমাবদ্ধতার কারণে বন্ধ হয়ে যায় তার বড় মেয়ের পড়ালেখা। এছাড়া সংসার চালাতেও কষ্ট হয় তার সন্তানদের। তখন সাইদ আল নোমান ইউনুসের তিন সন্তানের পড়াশোনার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। তিন সন্তানের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, ইউনুসের বড় সন্তান (মেয়ে) অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। এখন তিনি আবারও পড়ালেখা শুরু করবেন। মেজ সন্তান (ছেলে) এইচএসসি প্রথম বর্ষে এবং তৃতীয় সন্তান (মেয়ে) চতুর্থ শ্রেণিতে পড়েন।

ইউনুস মারা যান ২০২১ সালের সেপ্টেম্বরে। পেশায় ছিলেন মাংস বিক্রেতা। বিএনপি নেতা ইউনুসের বাবা ও দাদাও বিএনপি’র রাজনীতি সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে সাইদ আল নোমান আজাদীকে বলেন, আমার বাবাকে ভালোবাসতেন ইউনুস। তার পরিবারের খোঁজ নিতে গিয়ে তাদের আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি আমাকে নাড়া দেয়। তাই তার তিন সন্তানের পড়ালেখার দায়িত্ব নিয়েছি। আসলে এ ধরনের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাছাড়া আমাদের দলের পক্ষ থেকেও মানবকল্যাণমূলক কাজ করার নির্দেশনা আছে।

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন দিপ্তী, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, হালিশহর থানা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থানা বিএনপি নেতা জানে আলম, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ জামাল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজুসহ সিনিয়র নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধনেতা নয়, কর্মী হয়ে কাজ করতে চাই
পরবর্তী নিবন্ধরমজানে অসহায়দের পাশে দাঁড়াতে হবে