পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জীবন সংকটাপন্ন হয়ে উঠা তিন উপজাতীয় রোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে সেনাবাহিনী। বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা এলাকায় ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করেছে বলেও সূত্র জানিয়েছে।
সূত্র জানিয়েছে, বান্দরবানের আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়া এলাকার কয়েকজন বাসিন্দা ডায়রিয়া আক্রান্ত হয়ে জীবন সংকটাপন্ন হয়ে উঠেছে মর্মে খবর পেয়ে সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযানে নামে। গতকাল দুপুরে কুরুকপাতা গ্রাম থেকে মেনলে ম্রো (৫), আং চং ম্রো (৭০) ও রেপং ম্রো (১২) নামের তিনজনকে হেলিকপ্টারে করে বান্দরবান সেনানিবাসের হেলিপ্যাডে নিয়ে আসা হয়। পরে ওখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্রোকে উদ্বৃত করে একটি সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে ওই এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক পর্যায়ের তিন জনকে সেনাবাহিনী হেলিকপ্টার সহায়তা দিয়ে হাসপাতালে নিয়ে গেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক জীবন রক্ষাকারী ওষুধ, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, খাওয়ার স্যালাইন, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি দুর্গত এলাকায় পাঠানো হয়েছে এবং ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।












