দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯, ১০ ও ১১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মনোনয়ন ফরম সংগ্রহের পর এক বার্তায় চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি বলেন, তৃণমূল স্তর থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন সৈনিক হিসেবে আমি ও আমার মতো যারা আছেন তারা প্রত্যেকেই জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের অধিকার রাখেন। আমি ছাড়াও বৃহত্তর চট্টগ্রামের ১৬টি আসনে এই পর্যন্ত যারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন অবশ্যই তাদের যোগ্যতা আছে। যোগ্যতা, দক্ষতা এবং জনসম্পৃক্ততা বিবেচনায় আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দেবেন তাকেই বিজয়ী করার ব্রত নিয়েছি। আমার প্রার্থিত ৩টি আসনের যেকোনো একটিতে আমাকে নৌকা প্রতীক দেওয়া হলে আমি ধন্য হব। তবে আমার প্রার্থিত আসনে তিনি আমাকে ছাড়া তার বিবেচনায় যোগ্য যেকোনো প্রার্থীকে নৌকা প্রতীক দিলে আমার সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে তাকে বিজয়ী করতে সর্বশক্তি নিবেদন করব।
তিনি বলেন, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক নির্বাচিত মেয়র ও সেবক হিসেব নগরবাসীর সুখ–দুঃখ, আশা–আকাক্সক্ষার কথা জানি। কোথায় ব্যর্থ, কোথায় সফল, তা–ও অনুভব করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশসহ বিশেষ করে চট্টগ্রামের উন্নয়নে যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করেছেন সেক্ষেত্রে আমার সামান্য অবদানও আছে। এখনো চট্টগ্রামে অনেক মেগা প্রকল্প বাস্তবায়নের পথে, যা চট্টগ্রামকে বৈশ্বিক উন্নয়ন অগ্রগতি, উন্নতি ও সমৃদ্ধির সেতুবন্ধ হিসেবে অভিষিক্ত করবে। তাই আমি এই অভিযাত্রায় অংশীদারী হতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নগরীর তিনটি আসন থেকে যেকোনো একটিতে যদি নৌকা প্রতীক পাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সচেষ্ট হব।