লেখক অ্যাডভোকেট মোহাম্মদ মুসার জীবদ্দশায় প্রকাশিত বিভিন্ন লেখা নিয়ে রচিত ‘ তিনি একজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল শনিবার চট্টগ্রাম একুশে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
প্রকাশনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম. রাশেদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইফতেখার উদ্দিন মোহাম্মদ আলমগীর, সোনিয়া নাসরিন লিপি, দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড.এম. এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সৈয়দ আবুল কালাম বাছিক।
বক্তব্য রাখেন মো. লোকমান চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, মো. নাজিম উদ্দিন, মো. আবু তাহের, মো. জাহাঙ্গীর আলম, মো. তাজ উদ্দিন, রেহেনা চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, মোহাম্মদ মুসা একজন সফল আইনজীবী, নিবেদিত প্রাণ সমাজসেবক এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব ছিলেন। বর্তমানে তাঁর মত বহুগুণে গুণান্বিত ব্যক্তি বিরল। প্রেস বিজ্ঞপ্তি।












