সীতাকুণ্ডে তিনদিন ধরে নিখোঁজ এক ট্রাক চালকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম আখতার হোসেন (৫৫)। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকার ভোগার পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। আখতার হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার মধ্যম করিমপুর এলাকার মোখতার হোসেনের ছেলে। তিনি কাজের সুবাদে পরিবার নিয়ে ১০–১২ বছর ধরে ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার স্ত্রী রোকেয়া চট্টগ্রাম নগরীর একটি গার্মেন্টসে চাকরি করেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইমামনগর এলাকার পুকুরের পানিতে থাকা শেওলার মধ্যে উল্টোভাবে পড়ে থাকা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা এসে মরদেহটি নিখোঁজ আকতার হোসেনের বলে শনাক্ত করেন।
আখতার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম বলেন, গত বুধবার সকালে বাড়ি থেকে বের হন আখতার হোসেন। কিন্তু সন্ধ্যা হওয়ার পরও ফিরে না আসায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর গত বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশের কাপড় দেখে শনাক্ত করেন স্বামীকে। তাকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমান বলেন, বেলা ১টার দিকে সিআইডি ও পিবিআই সদস্যদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনায় হত্যা, নাকি অপমৃত্যু মামলা হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।