তিনদিনব্যাপী বসন্ত উৎসবের দ্বিতীয় দিনে বর্ণিল আয়োজন

অদিতি সংগীত নিকেতন

| শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

অসাম্প্রদায়িক চেতনায় মিলিত হোক সকল প্রাণ, এই স্লোগানকে ধারণ করে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে অদিতি সংগীত নিকেতনের তিনদিনব্যাপী বসন্ত উৎসবের ২য় দিনের আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে উৎসর্গকৃত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রবীর কুমার সেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফ্‌ফর আহমেদ। অনুষ্ঠানের আহবায়ক মো. আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম উল্লা, মুক্তিযোদ্ধা নুর উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ। পূর্ণা দাশ ও রঞ্জন দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অদিতির প্রতিষ্ঠাতা টুনটু দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শক্তি ফাউন্ডেশনের উপ পরিচালক অতুল কর্মকার, সংগঠনের সভাপতি আবিদা আজাদ।
অনুষ্ঠানে স্মরণিকা সৃষ্টির মোড়ক উন্মোচন করা হয়। বক্তরা বলেন, অদিতি এই অঞ্চলে দীর্ঘ ২১ বছর ধরে সাংস্কৃতিক কার্যক্রম চালানোর ফলে এই এলাকাটি একটি সাংস্কৃতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বসন্ত উৎসব পালন করার ফলে এই এলাকায় উৎসবটি গণমানুষের উৎসবে পরিণত হয়েছে। অনুষ্ঠানের ৩য় দিন ২৬শে মার্চ স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে শহীদ জায়া মুশতারী শফীকে উৎসর্গ করে অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৪ আসনের সাংসদ দিদারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপিঠা-পুলি লোকজ সত্তার অন্যতম উপাদান