নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন সলিমপুরে এবং কর্ণফুলী থানাধীন শিকলবাহা ওয়াই জংশন এলাকায় পৃথক অভিযানে তিনটি এলজিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ও নগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে ঘটনা দুটি ঘটে। দুইজনের বাড়িই বাঁশখালীতে।
র্যাব-৭ জানিয়েছে, সলিমপুর এলাকায় অভিযানে একটি এলজিসহ মো. আবদুস সোবহান উরফে সাগরকে (২৫) গ্রেপ্তার করা হয়। সাগর বাঁশখালী থানাধীন পূর্ব চাম্বল গ্রামের আবদুল খালেকের ছেলে। অন্যদিকে নগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, শিকলবাহা ওয়াই জংশন এলাকায় অভিযান চালিয়ে দুইটি এলজিসহ মো. সিরাজ উদ্দৌল্লাহকে (৩৯) গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। সিরাজ বাঁশখালী থানাধীন দক্ষিণ সরল হাজীরখীল গ্রামের নুরুল আালমের ছেলে। তাদের দুইজনকে বৃহস্পতিবার সকালে মহানগর হাকিম আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের জেলহাজকে প্রেরণের আদেশ দেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি এলজিসহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আগেও অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র কেনাবেচার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
সিএমপির গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (বন্দর) মো. ফারুক উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা এলাকায় অভিযান চালিতে দুইটি দেশিয় এলজিসহ সিরাজ উদ্দৌলা নামের ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাকে সে অস্ত্র বেচাকেনার কাজ করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।











