তিনজনের যাবজ্জীবন

সাতকানিয়ায় নুরুল আলম হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

সাতকানিয়ার চরতি এলাকায় নুরুল আলম হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, মো. হারুন, আসাদুল হক আসাদ ও তোফায়েল আহম্মদ। রায়ে ওয়াহিদুজ্জামান নামের অপর একজনকে খালাস দেয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারকাজ চলাকালে গুরুত্বপূর্ণ ১৬ জনের সাক্ষ্য নিয়েছেন বিচারক। আদালতসূত্র জানায়, ২০০৪ সালের ২৯ মে সাতকানিয়ার চরতি এলাকায় ঘরের জানালা দিয়ে নুরুল আলমকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২০১০ সালের ১৩ মে চার্জগঠন করে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধজনগণ ভোট দিলেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক
পরবর্তী নিবন্ধলংগদুতে বাইট্টাপাড়া বাজারে আগুন