তিতাস গ্রাহকদের ১০ কোটি টাকা আত্মসাৎ

পালিয়ে এসে গ্রেপ্তার চট্টগ্রামে

| মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৫:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুরের দেড় হাজার গ্রাহকের তিতাস গ্যাসের বিলের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ওমর ফারুক নামের ওই ব্যক্তিকে গত রোববার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৪ এ কর্মরত সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০১৮ সাল থেকে মিরপুর এলাকায় তিতাসের গ্রাহকদের কাছ থেকে নেওয়া প্রায় ১০ কোটি টাকা ফারুক আত্মসাৎ করেছেন। তার প্রতিষ্ঠান ‘ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স’ এর মাধ্যমে গ্রাহকরা পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দিত। ওমর ফারুক গ্রাহকদের দেওয়া পানি এবং বিদ্যুৎ বিল প্রায় নিয়মিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিলেও গ্যাসের বিল কর্তৃপক্ষের কাছে জমা দিত না। দেড় হাজার গ্রাহকের বিলের হিসাবে যা ১০ কোটি টাকায় দাঁড়ায়।
জানুয়ারি মাসের শেষ দিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মিরপুর ২ নম্বর সেকশনে বিল পরিশোধে ব্যর্থ গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়ে মাইকিং করে। এতে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং ওমর ফারুকের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা রাস্তায় আন্দোলনে নামেন। পরিস্থিতি আঁচ করতে পেরে প্রতিষ্ঠান বন্ধ করে সে আত্মগোপন করে। জিয়াউর বলেন, ওমর ফারুক একসময় বিকাশ এজেন্টের দোকানে কাজ করত। পরে প্রায় চার বছর ধরে এজেন্ট ব্যাংকিং করছিল। ‘অটুট বন্ধন’ নামে একটি এমএলএম ব্যবসা খুলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও ওমর ফারুকের বিরুদ্ধে রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধখেলতে গিয়ে পানি ভর্তি পাইপে ডুবে দুই ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধদুই দফা ভূমিকম্পে আবারও কাঁপল সিলেট