ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুতি নিতে বলেছেন। ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাসহ বিভিন্ন সামরিক স্থাপনায় তেল আবিবের হামলার ‘কঠোর জবাব’ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে তেহরানের একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
‘ইসরায়েলি হামলার প্রতিশোধ হবে কঠোর ও মারাত্মক,’ বলেছেন ওই কর্মকর্তা। পাল্টা হামলা আসন্ন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কখন ও কীভাবে হামলা হবে তা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। হামলার পাল্টায় ইরানের দৃষ্টিভঙ্গি কেমন হবে তা বোঝা যাচ্ছে খামেনির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে তিনি হুঁশিয়ার করে বলেন, তেল আবিবকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানী শহিদ হয়েছে বলেও জানান তিনি। ‘এই অপরাধের কারণে তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুতি নিতে হবে জায়নবাদী শাসকদের, তারা অবশ্যই সেই পরিণতি ভোগ করবে,’ বলেছেন তিনি।