তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ সে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। নতুন প্রধানমন্ত্রীর নাম নাজলা বৌদেন রোমধানে।
বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলী নাজলা। তিনি এর আগে বিশ্ব ব্যাংকের সঙ্গে কাজ করেছেন। খবর বাংলানিউজের।
সাবেক প্রধানমন্ত্রী হিশাম মেশিশিকে বরখাস্ত ও সংসদ ভেঙে দেওয়ার দুই মাস পর দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, নাজলা তিউনিসিয়ার দশম প্রধানমন্ত্রী। দেশটিতে চলমান জাতীয় সংকটের মুহূর্তে নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এর আগে জুলাই মাসে প্রেসিডেন্ট কায়েস সাঈদ ব্যাপক নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।