তায়কোয়ান্দোতে সাফল্যের স্বীকৃতি স্বরূপ এ বছর শেখ রাসেল স্বর্ণ পদক পেয়েছেন ১৬ বছর বয়সী চট্টগ্রামের মেয়ে মাইশা হোসেন খান। গত কয়েক বছর ধরে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে সফলতা পাচ্ছেন তিনি। ২০২০ সালে প্রথম বাংলাদেশ সরাসরি আন্তর্জাতিক পুমসে তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে এবং ২০২১ সালে হিরোস তায়কোয়ান্দো আন্তর্জাতিক লিগে ব্রোঞ্জ পদক অর্জন করেন মাইশা।
এছাড়া জাতীয় পর্যায়ে গত বছর শেখ কামাল ভার্চুয়াল তায়কোয়ান্দো পুমসে টুর্নামেন্টে স্বর্ণপদক,২০২১ সালে মুজিব বর্ষ ১৯তম তায়কোয়ান্দো ফেডারেশন কাপে ফাইট এবং এককে আলাদাভাবে স্বর্ণপদক, কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের একক ও দ্বৈতে স্বর্ণপদক এবং ২০২০ সালে মুজিববর্ষ ১৮তম ফেডারেশন কাপে স্বর্ণপদক অর্জন করেন।
চট্টগ্রামের শুলকবহর এলাকার হামদু মিয়া তফাজ্জল আলী চৌধুরী রোডের বাসিন্দা মুহাম্মদ ইকবাল হোসেনের বড় মেয়ে মাইশা। বাব কোটস বাংলাদেশ লিমিটেডে কর্মরত এবং মা গৃহিনী। মাইশা এবং তার বোন সিলেটে নানার বাড়িতে থেকে পড়াশোনা করেন।
বর্তমানে মাইশা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ৬ষ্ঠ শ্রেণিতে থাকাকালে মার্শাল আর্টের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন মাইশা। এরপর একজন দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে ক্রমান্বয়ে গড়ে তুলেছেন। বর্তমানে মাইশা বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের ব্ল্যাক বেল্টধারী খেলোয়াড়।
ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আরো সফল হতে চান মাইশা। দেশের জন্য আনতে চান সন্মান।