তাৎক্ষণিক সমাধান পেয়ে খুশি সেবাপ্রত্যাশীরা

সিএমপির ওপেন হাউজ ডে

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ গতকাল বিকাল ৩ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন। এই ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সেবাপ্রত্যাশী নগরবাসী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ আনজুমান ট্রাস্টের সিরাজুল হকের স্মরণসভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ফার্মে ডাকাতি, নিয়ে গেছে ১২টি গরু