হালিশহর কর্ণফুলী ক্রীড়া চক্রের উদ্যোগে মুক্তবিহঙ্গ ক্লাবের সাবেক সভাপতি মিনহাজুর রহমান তাহের স্মৃতি উন্মুক্ত টাইগার বার ফুটবল টুর্নামেন্ট মেহের আফজল হাই স্কুল মাঠে শীঘ্রই শুরু হবে। এতে অংশগ্রহণে আগ্রহী ক্লাব ও একাডেমিকে আগামী ২৫ ডিসেম্বর রাত ৮টার মধ্যে যোগাযোগ করে নাম এন্ট্রি করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ– ০১৮১১৬৬০২২৯, ০১৮৬০৬২৭৭৭৯, ০১৮১৮৫৯১৮২।