পটিয়া পাঁচরিয়া তাহেরিয়া-ছাবেরিয়া নূর সওদাগর জামে মসজিদে আন্জুমান-জামেয়ার হাজী নূর সওদাগরের (রহ.) ইছালে সওয়াব উপলক্ষে খতমে বোখারী, ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিল রানীরহাট ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা গাজী আবুল কালাম বয়ানীর সভাপতিত্বে গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। তৈয়্যবিয়া তাহেরিয়া নূর সওদাগর-জয়নাব বেগম সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানা মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন। বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়ার উপাধ্যক্ষ ড. মাওলানা লিয়াকত আলী, আল্লামা মুফতি সোলাইমান আনসারী, আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ আলকাদেরী, আল্লামা হাফেজ ক্বারী আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা ইউনুচ রজভী, মাওলানা আবু তাহের, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আমিরী, মাওলানা হামেদ রেজা নঈমী, মাওলানা ইলিয়াছ আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবু তৈয়্যব, মাওলানা জালাল উদ্দিন আযহারী, মুহাম্মদ নূর সোবহান চৌধুরী, মুহাম্মদ নূর আলী চৌধুরী, মুহাম্মদ নূর রহমান চৌধুরী, মুহাম্মদ নূর রায়হান চৌধুরী প্রমুখ। শেষে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তদের জন্য দোয়া ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির শান্তি, কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিঞ্জপ্তি।