বরেণ্য শিক্ষাবিদ লোহাগাড়া আমিরাবাদ কিল্লার আন্দর নিবাসী মরহুম প্রফেসর সিরাজুল ইসলামের সহধর্মিণী তাহেরা বেগম গত রাত ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি সাতকানিয়া থানার অন্তর্গত মীর্জাখীল দরবারের পীর মরহুম শাহ মতলুবুর রহমানের (ছোট মিয়া) জেষ্ঠ্য কন্যা। মরহুমার গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।







