তাহসানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

ভালোবেসে ২০০৬ সালের ৩ আগস্ট বৈবাহিক জীবন শুরু করেছিলেন তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা। প্রায় ১১ বছর পর ২০১৭ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই দম্পতির বিচ্ছেদ ঘটে। এবার সেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা। সমপ্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসে নিজের জীবনের কঠিন সময় নিয়ে খোলামেলা বলেন এই অভিনেত্রী। খবর বাংলানিউজের।

তার কথায়, ২০১৫ সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনও ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আমি অপেক্ষা করছিলাম। কিন্তু মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ সালে এসে বুঝলাম এই সম্পর্কটা আর কাজ করবে না। তখন সিদ্ধান্ত নিতে গিয়ে মিথিলা পড়েছিলেন মানসিক চাপে। তিনি বলেন, আমি ছিলাম অনেক অল্প বয়সী, একটা এক বছরের বাচ্চা ছিল। আমি জানতামই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়। অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে নিজের উপলব্ধির কথাও জানিয়েছেন মিথিলা। তিনি বলেন, মেয়েদের নিজের জায়গা থাকা জরুরি। সেটা বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি নয়, নিজের একটা জায়গা। আর তার জন্য অর্থনৈতিক স্বাধীনতা খুব দরকার। এখন হয়তো মেয়েরা বেশি সিদ্ধান্ত নিতে পারছে, কারণ তারা আগের চেয়ে অনেক বেশি স্বাধীন। মা সবসময় বলতেন নিজের পায়ে দাঁড়াতে, সে কথাই মানার চেষ্টা করেছেন বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, বিয়ের পরেও আমি পড়াশোনা, চাকরি চালিয়ে গেছি। তবে তখন আমি এতটা স্বাধীন ছিলাম না যে একা বাচ্চা মানুষ করতে পারি। প্রসঙ্গত, তাহসান ও মিথিলা নিজেদের কাজের জন্য দর্শকপ্রিয়। একসঙ্গে জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তারা। একসঙ্গে গেয়েছেন গানও। বিচ্ছেদের দীর্ঘদিন পর ৭ পর্বের ‘বাজি’ নামের সিরিজে কাজ করেছিলেন তারা। গত বছর সিরিজটি প্রচার হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধআফগান সীমান্তে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর