তাহমিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বারইয়ারহাটে ছাত্রদল কর্মী তাহমিদ উল্যাহ (২০) হত্যা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে চাকমা জাহিদ (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাহমিদ হত্যার অন্যতম আসামি জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে হত্যার ঘটনায় সে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে বারইয়ারহাট পৌরসভার জামালপুর রবিউল হক সওদাগর বাড়ির সামনের পানির ড্রেন থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার ও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে অন্যান্য আসামিদের নাম বলেছে। আমরা তাদের ধরতে অভিযান পরিচালনা করছি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য যে, গত ১০ ডিসেম্বর বারইয়ারহাট পৌর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে তাহমিদ খান নিহত হন। এ ঘটনায় তাহমিদ খানের মা জোহরা বেগম গত ১২ ডিসেম্বর রাতে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় চাকমা জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্টমার্টিন যাওয়ার সব টিকেট অগ্রিম বিক্রি
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় সৈকতে গুলি, বন্দুকধারীসহ নিহত ১২