তাসাউফ চর্চায় আল্লামা তৈয়্যব শাহ (রহ.) ছিলেন পথিকৃৎ

জামেয়া ময়দানে সালানা ওরস মাহফিলে বক্তারা

| রবিবার , ২৩ জুন, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

আন্‌জুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত আওলাদে রাসূল (সা.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহের (রহ.) ওফাত দিবস উপলক্ষে আয়োজিত ৩২তম সালানা ওরস মাহফিল নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার ষোলশহরস্থ জামেয়া আহদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।

আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

এতে বক্তারা বলেন, গাউসে জামান আল্লামা তৈয়্যব শাহ্‌ ছিলেন এক মহান দ্বীনি সংস্কারক ব্যক্তিত্ব। সুফীবাদের শুদ্ধ চর্চা নিশ্চিত করতে তিনি ঐতিহ্যবাহী কাদেরিয়া ত্বরিকার সাথে আক্বিদার মৌলিকত্ব রক্ষায় আ’লা হযরতের চিন্তাধারার সুসামঞ্জস্যপূর্ণ সমন্বয় সাধন করে গেছেন। কোরআনসুন্নাহ্‌র আলোকে শরিয়তত্বরিকতের সমন্বয়ে তাসাউফ চর্চা করার ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। তিনি মুসলমানদের কোরআনসুন্নাহর আলোকে শরীয়ত ও তরিকতের সমন্বয়ে জীবন গঠনের পথ নির্দেশনা দিয়ে গেছেন। তিনি ছিলেন রাসূল (সা.) আদর্শের বাস্তব প্রতিচ্ছবি। মুসলিম মিল্লাতের উজ্জ্বল আলোকবর্তিকা, দ্বীন ইসলামের অনন্য সংস্কারক। সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমাতুল্লাহি আলাইহি এদেশে আগমন করে ইসলামের সঠিক আক্বিদা সুন্নিয়তকে সুরক্ষা করেছেন, জামেয়ার মত এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে সুন্নি আক্বিদা ও বিশ্বাসকে মজবুত ভিত্তি দিয়েছেন। তাঁর সুযোগ্য ছাহেবজাদা আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ পিতার রেখে যাওয়া মাদরাসা, মসজিদ, খানকাহগুলো সম্প্রসারণ করেছেন, জামেয়ার আদলে সারা দেশে ইসলামি শিক্ষার প্রসার করেছেন। আলোচনায় অংশ নেনআনজুমান ট্রাস্ট’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলিম রেজভী, মুফতি আল্লামা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দীন আল আযহারী, অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রেজভী, আল্লামা আবুল হাশেম শাহ প্রমুখ। এতে উপস্থিত ছিলেনমুহাম্মদ সামশুদ্দিন, মুহাম্মদ সিরাজুল হক, এস.এম. গিয়াস উদ্দিন শাকের, মাহবুবুল আলম, আনোয়ারুল হক, নুরুল আমিন, আবদুল হামিদ, আবদুল হাই মাসুম, কমর উদ্দিন সবুর, সাদেক হোসেন পাপ্পু, মাহবুব ছাফা, আশেক রসুল খান বাবু, আল্লামা সৈয়দ অছিয়র রহমান, আল্লামা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। মাহফিল সঞ্চালনা করেন জামেয়ার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধসাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রতিক্রিয়ায় উদ্বেগ সাংবাদিক সংগঠনের