তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

আপিল করার প্রস্তুতি

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:৪৩ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

তাসনিম জারা বলেন, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জনকে যাচাই করা হয়। যাচাইকৃতদের মধ্যে আটজনই স্বাক্ষরের বিষয়টি বলেছে; একজনকে ফোনে পাওয়া যায়নি, আরেকজন বলেছেন তিনি এই এলাকার ভোটার না। আমার আপিল করার সুযোগ আছে, আমি আপিল করার প্রস্তুতি নিচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপি থেকে পদত্যাগ করার জন্য আমার জনপ্রিয়তা কোনো অংশে কমেনি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী, আমি নির্বাচনে অংশ নিলে জয় লাভ করব। খবর বিডিনিউজের।

ঢাকা৯ আসন সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির যোগদানের প্রশ্নে গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

পূর্ববর্তী নিবন্ধতারেক, শফিক, নাহিদের মনোনয়ন বৈধ
পরবর্তী নিবন্ধপারকির চরে আবারও মৃত কচ্ছপের স্তূপ